নগরীর বায়েজিদ এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের সাত মামলার আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ অক্টোবর স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার পর না পেয়ে তাকে মারধর করলে তিনি জরুরি সেবা–৯৯৯ এ ফোন করেন। ফোন পেয়ে বায়েজিদ থানা পুলিশ তিন চাঁদাবাজকে গ্রেপ্তার করে।
বায়েজিদ থানা পুলিশ জানায়, বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটির গেটের সামনে এক কাঠের দোকানদার গত ২৯ অক্টোবর বেলা ১২টার দিকে তার দোকান থেকে অন্য দোকানে কাঠ নেয়ার সময় ১২ জন সন্ত্রাসী তার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা ওই ব্যবসায়ীকে মারধর করতে থাকে। উক্ত ঘটনাটি জাতীয় জরুরি সেবা–৯৯৯ এ ফোন করে জানানো হলে বায়েজিদ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন– মো. সুমন (৩৯), মো. আরিফ (২৫) ও কাইয়ুম (২৫)। এদের মধ্যে মো. কাইয়ুমের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় চাঁদাবাজি–ছিনতাইসহ আগের ৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।