রাউজানের কদলপুর মীর বাগিচায় হযরত ছৈয়দ চাঁদ শাহ্ (রাঃ) এর ওরশ শরীফের এক প্রস্তুতি সভা গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। চাঁদ শাহ্ মঞ্জিল মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হযরত শাহ সূফী ছৈয়দ মোক্তার শাহ্। খেদমত কমিটি আয়োজিত সভায় বক্তব্য রাখেন শাহ্জাদা ছৈয়দ দিদারুল আলম, শাহ্জাদা ছৈয়দ মোকছুদুল আলম, ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফি, বীর মুক্তিযোদ্ধা হাশেম চৌধুরী, আবদুর রশিদ, আবদুর সোহবান, আবু তাহের চৌধুরী, জাহাঙ্গীর আলম, এসএম সিরাজুল ইসলাম হিরণ, মৌলনা ফজলুল করিম নুরী, মাস্টার জাফর, আবুল কালাম, ফরিদ হোসাইন রফিক, বখতিয়ার চৌধুরী, মোহাম্মদ জাবেদ চৌধুরী, হাজী আবুল বশার, আলী আকবর প্রমুখ।
মোহাম্মদ লিয়াকত, মোহাম্মদ ইলিয়াছ, এসএম জামান, মোহাম্মদ ইলিয়াছ, গোলাম মোস্তাফা ফারুক চৌধুরী, রফিক মাইজভান্ডারী, এসএম কামাল উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৩ ফেব্রুয়ারি আল্লামা ছৈয়দ চাঁদ শাহ্ (রহঃ) এর পবিত্র বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে কদলপুর দরবারে।