চাঁদ ওঠে

দীপক বড়ুয়া | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১০ পূর্বাহ্ণ

চাঁদ ওঠে ফুল ফোটে

কান্ড অবাক,

রবি জাগে পাখি ডাকে

ঝাঁকে ঝাঁক ঝাঁক!

মেঘ জমে ঝড় পড়ে

টুব টুব টুব,

দীঘি কেলে রুই নাচে

খুশিতেই খুব!

কালো রাতে জোনাকিরা

উড়ে উড়ে জ্বলে,

ভূতের গল্প শোনায়

দাদু কৌতূহলে!

চাঁদ হাসে আকাশে

মেঘ আবডালে,

ঠাম্মিটা চুমু খাবে

টোল পরা গালে!

পূর্ববর্তী নিবন্ধআমরা যদি না জাগি মা
পরবর্তী নিবন্ধস্বাধীনতার পাখি