চাঁদ উঠেছে

কুলসুম বিবি | বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে

খোকা ডেকে বলে

আয়রে তোরা কে কে যাবি

খেলতে বকুল তলে।

নীল গগনে মিটি মিটি

জ্বলে কত তারা

ঝোপের ধারে জোনাক পোকা

ধরতে যাবি কারা।

চাঁদের বুড়ি সূতা তোলে

চাঁদের দেশে বসে

কেমন করে চরকা ঘুরায়

দেখ না তোরা এসে।

আকাশ জুড়ে তারার মেলা

আলোর দোলায় ভাসে

আঙুল তুলে গুনে খোকা

খিলখিলিয়ে হাসে।

পূর্ববর্তী নিবন্ধশেয়াল মামা
পরবর্তী নিবন্ধব্যাঙের অসুখ