চা বোর্ডে শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ

| শুক্রবার , ১ এপ্রিল, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ চা বোর্ডের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। কর্মক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে শুদ্ধাচার চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
প্রশিক্ষণে বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ড. নাজনীন কাউসার চৌধুরী ও সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার নানা বিষয়ে নিয়ে সেশন পরিচালনা করেন। বাংলাদেশ চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ রুহুল আমীন কোর্স পরিচালক এবং প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমিরুল ইসলাম খান প্রশিক্ষণে কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করেন। চা বোর্ডের ২০২১-২২ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল বাস্তবায়নের অংশ হিসেবে বোর্ডের ৩৬ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ মণি যুব স্কোয়াডের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধসুকান্তা র‌্যান্ডলফ মিতা