চা বাগান মালিকদের সঙ্গে কাল বসবেন প্রধানমন্ত্রী

| শুক্রবার , ২৬ আগস্ট, ২০২২ at ৪:২৯ পূর্বাহ্ণ

মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের আন্দোলনের মধ্যে চা বাগানের মালিকদের সঙ্গে সভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল শনিবার বিকাল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে সরাসরি বৈঠক করবেন বলে গতকাল বৃহস্পতিবার রাতে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। খবর বিডিনিউজের।
দৈনিক মজুরি ১২০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ১৭ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় দেড়শ বাগানের শ্রমিকরা। এসময়কালে ধর্মঘটের পাশাপাশি তারা বিভিন্ন মহাসড়ক অবরোধ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এর মধ্যে ধর্মঘটের ১২ দিন পর গত ২০ অগাস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার ঘোষণার পর শ্রমিক ইউনিয়ন কাজে ফেরার ঘোষণা দিলে কয়েকটি বাগানে শ্রমিকরা কাজে নেমেছিলেন। কিন্তু পরে অন্যরা এ মজুরি মানেননি এবং আবার কাজ বন্ধ করেন। তারা আগের মতই ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত রাখেন।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারের ওপর যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা