চসিকের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ভবনে আগুন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ভবনের সামনের অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল রাত ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পশ্চিম দিকে বন্দরটিলা মাতৃসদন হাসপাতালের একটি অংশে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সম্পদের ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধফাঁকা ক্যাম্পাসে প্রার্থীদের প্রচারণা
পরবর্তী নিবন্ধএক বছরে ৩১ ট্রান্সফরমার চুরি, আতঙ্কে গ্রাহক