চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির লটারি আগামী ১৩ জানুয়ারি থেকে থেকে শুরু হবে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে ভর্তি নীতিমালার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।
চসিকের শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে আয়ুববিবি, মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, গুল-এ-জার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও লামাবাজার এ.এ.এস সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের লটারি।
১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে কৃষ্ণকুমারী, কাপাসগোলা বালিকা, সরাইপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের লটারি।
১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে অপর্ণাচরণ বালিকা, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, হাতে খড়ি স্কুল এন্ড কলেজ, বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের লটারি।