উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল পরিদর্শন করেছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল সোমবার সকালে তিনি হাসপাতালটি পরিদর্শনে যান। এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন প্রশাসক। পরে হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও ওয়ার্ডবয়দের উদ্দেশে বলেন, নগরবাসীর দোরগোড়ায় চসিকের স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিয়েছিলেন সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। যে সুনাম তিনি অর্জন করেছিলেন, তা ফিরিয়ে আনতে হবে। এ সময় মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের ইনচার্জ ডা. নাসিম ভূঁইয়া ও কনসালটেন্ট (শিশু) ডা. সুশান্ত বড়ুয়া উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।