চসিক ‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’ এর আওতায় পাঁচলাইশ সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেনে শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ক্যাম্পে সকল স্কুল শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি তাদের অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়। উক্ত স্বাস্থ্য ক্যাম্পে চসিক স্কুল হেল্থ কার্ড সংক্রান্ত কারিগরি কমিটির উপদেষ্টা অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, চসিক স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা বেগম, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিক, ডা. ফারুখ আহম্মেদ, ডা. নিবেদিতা দেবীসহ স্বাস্থ্য বিভাগের একটি প্রশিক্ষিত চিকিৎসক দল শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, স্কুলের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, স্কুল হেল্থ টিম ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো চসিক স্কুলগুলোতে ‘স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড’ কার্যক্রমটি গত ২১ মে হতে চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমিকভাবে চসিকের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তা চালু করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।