চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) আড়াই হাজার কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. আনিসুর রহমান সোহেলকে সংস্থাটির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগের উপ–সচিব মাহবুবা আইরিনের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে তাকে প্রেষণে এ পদায়ন করা হয়।
এর আগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) হিসেবে পদোন্নতি হওয়ায় গত ৫ মার্চ চসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল কাশেমকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বদলি করা হয়। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর তাকে চসিকে পদায়ন করা হয়েছিল।