চসিকের নতুন লোগো উন্মোচন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) লোগো থেকে বাদ দেয়া হয়েছে নৌকা প্রতীক। তার স্থলে যুক্ত করা হয় জাতীয় ফুল শাপলা। গতকাল সোমবার দুপুরে চসিকের অফিসিয়াল ফেসবুক পেজে নতুন লোগোটি প্রকাশ করা হয়। এতদিন চসিকের লোগেতে পাহাড়, নদী, নৌকা ও সড়কবাতি ছিল। নতুন লোগোতে নৌকা বাদ দিয়ে শাপলা যুক্ত করা হলেও বাকিগুলো আগের মতো আছে।

চসিকের লোগো থেকে নৌকা প্রতীক বাদ দেয়ার বিষয়টি নিশ্চিত করে মেয়র ডা. শাহাদাত হোসেন আজাদীকে বলেন, কর্পোরেশনের লোগোতে নৌকা প্রতীক ছিল, যা একটি দলেরও প্রতীক। আমি দায়িত্ব নেওয়ার পর লোগো থেকে নৌকা বাদ দিয়ে সার্বজনীন প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলা প্রতিস্থাপনের নির্দেশনা দিই। দাপ্তরিক প্রক্রিয়া শেষে তা কার্যকর করা হয়। লোগো পরিবর্তনের বিষয়টি মন্ত্রণালয়কে জানিয়ে রেখেছি।

এদিকে চসিকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজাদীকে বলেন, কর্পোরেশনের লোগোটি অনেক পুরনো। লোগোতে থাকা প্রতীক নৌকা মনে হলেও ওটা আসলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানএর প্রতীক। এটাও ঠিক ভালোভাবে না দেখলে নৌকা নাকি সাম্পান তা আলাদা করা কঠিন। যেহেতু নৌকা আওয়ামী লীগের দলীয় প্রতীক তাই মেয়র বাদ দেয়ার সিদ্ধান্ত দিয়েছেন। দায়িত্ব নেয়ার পর পর মেয়র নির্দেশনা দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করে রায় দেন আদালত। এরপর একই বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন তিনি। ৫ নভেম্বর চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব নেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন : প্রেস সচিব
পরবর্তী নিবন্ধফায়ার সার্ভিসের নির্দেশনা ও সুরক্ষা ব্যবস্থাপনা মানেননি ব্যবসায়ীরা