চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) দুই প্রকৌশলীর বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক স্বাক্ষরিত অফিস আদেশে তদন্ত কমিটিকে মেয়র বরাবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন বিদ্যুৎ ও যান্ত্রিক শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও সুদীপ বসাক। প্রধান প্রকৌশলীকে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটিতে প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেটকে সদস্য করা হয়।
চসিক সূত্রে জানা যায়, স্বপন কুমার সাহা নামে এক ঠিকাদার গত বছরের ৯ নভেম্বর তৎকালীন চসিক প্রশাসক বরাবর লিখিত অভিযোগে দাবি করেন, নাসিরাবাদ আবাসিক এলাকায় এলইডি বাতি, পোল ও তার স্থাপনে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। এ জন্য প্রকৌশলী ঝুলন কুমার দাশকে দায়ী করেন তিনি। একই বছরের ৬ ডিসেম্বর নগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি যৌথভাবে প্রধানমন্ত্রী বরাবর লিখিত অভিযোগ করেন। সেখানে ঝুলন কুমার দাশ ও সুদীপ বসাকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করা হয়। সমপ্রতি বিষয়গুলো আমলে নিয়েই এ তদন্ত কমিটি করা হয়।