চসিকের একুশে স্মারক সম্মাননা ও সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৪ গুণী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

১৪ গুণীজন এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রদত্ত ‘একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন। এর মধ্যে আজাদী প্রিন্টার্স লিমিটেডের চেয়ারম্যান লায়ন কামরুন মালেকসহ আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে। আগামীকাল বুধবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলা মঞ্চে তাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা স্মারক ও পুরস্কার। চসিক সূত্রে জানা গেছে, সমাজসেবায় অবদান রাখায় লায়ন কামরুন মালেককে একুশে স্মারক সম্মাননা পদকের জন্য মনোনীত করা হয়। এছাড়া ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সঙ্গীতে নকিব খান, সাংবাদিকতায় জাহিদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল খানকে একুশে স্মারক সম্মাননা পদকের জন্য মনোনীত করা হয়।

এছাড়া সাহিত্য পুরস্কারের জন্য মনোনীতরা হচ্ছেনকথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশুচিকিৎসাসাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবং অনুবাদে ফারজানা রহমান শিমু।

এদিকে এবার সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত আসহাব উদ্দীনকে গত বছর (২০২৪) ভাষা আন্দোলনে অবদান রাখায় একুশে স্মারক সম্মাননা পদকের জন্য মনোনীত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয় চসিক। এমনকি পুরস্কার গ্রহণের জন্য তার নাতি বাঁশখালী উপজেলার একটি কলেজ উপাধ্যক্ষকে আমন্ত্রণও জানানো হয়। কিন্তু পুরস্কার প্রদানের আগের দিন (২২ ফেব্রুয়ারি) আসহাব উদ্দীনকে পদক দেয়া হচ্ছে না বলে জানিয়ে দেয় চসিক। তখন বিষয়টি নিয়ে চট্টগ্রামজুড়ে সমালোচনা হয়। অবশেষে সেই আসহাব উদ্দীনকে এবার সাহিত্য পুরস্কার দিচ্ছে চসিক।

পূর্ববর্তী নিবন্ধশাশুড়ির মৃত্যুর খবরে বাড়ি যাওয়ার পথে সড়কে ঝরল মা-ছেলের প্রাণ
পরবর্তী নিবন্ধপ্রতিটি খাল পরিষ্কার করা আমার নৈতিক দায়িত্ব, ময়লা-আবর্জনা না ফেলা নগরবাসীর দায়িত্ব