চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান (সচিব) মো. আবু বকর ছিদ্দিক। গত বুধবার সকালে টাইগারপাসের চসিক কার্যালয়ে মতবিনিময় করেন তারা। এ সময় দুজনের মধ্যে নগরীর অবকাঠামোগত কর্মকাণ্ড ও অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিপিসি চেয়ারম্যান বলেন, নগরীর উন্নয়নের স্বার্থে চসিকের সাথে যেখানেই কাজ করার সুযোগ থাকুক, সেক্ষেত্রে আমরা সহায়তা করবো। মেয়র রেজাউল জানান, নগরীর ভাঙা-চোরা রাস্তা নিয়মিত প্যাচওয়ার্কের মাধ্যমে মেরামতে চসিকের ১৫০ টনের মত বিটুমিন প্রয়োজন; যার চাহিদাপত্র ইতোমধ্যে দেয়া হয়েছে। তিনি এ ব্যাপারে বিপিসি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। উত্তরে বিপিসি চেয়ারম্যান এ বিষয়ে তাদের একটি পত্র দেয়ার কথা উল্লেখ করেন এবং তার প্রতিষ্ঠানের কোনো পৌরকর বকেয়া থাকলে তা পরিশোধে আগ্রহ প্রকাশ করেন। এ সময় আবর্জনা পরিষ্কারের জন্য কিছু তিন চাকার ভ্যান দেওয়ার কথাও জানান বিপিসি চেয়ারম্যান। চসিক প্র্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, বিপিসির পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মেহ্দী হাসান, সচিব (উপ-সচিব) মো. লাল হোসেন, চসিক রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, মেয়রের একান্ত সচিব মো. আবুল হাশেম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব মো. আহমদ উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।