নগরের আন্দরকিল্লাহসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগ। একইসঙ্গে সার্কিট হাউজ ও পরীর পাহাড়সহ আশেপাশের এলাকায় মশার ওষুধ ছিটানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেয়া চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়েছে। এসময় সার্কিট হাউজ থেকে শহীদ মিনার, সিনেমা প্যালেস, কোর্ট বিল্ডিং এবং আন্দরকিল্লাহ মোড় এলাকায় রাস্তা, নালা, ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালিত হয়। সিনেমা প্যাসে থেকে ১০-১২টি স্থায়ী স্থাপনা, আন্দরকিল্লাহ মোড় থেকে ৬/৭টি স্থাপনা উচ্ছেদ করি।