চসিকের ‘অবহেলায়’ নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত

ইফতার বিতরণকালে ডা. শাহাদাত

| শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো উন্নয়ন নেই। শুধু তারা জনগণের উপর করের বোঝা চাপিয়ে দিয়ে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করছে। একদিকে এই সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে নগরবাসী মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছে। নগরীর নালা, নর্দমা, খাল আবর্জনায় ভরে আছে। যার প্রেক্ষিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশা নিধনের কোনো কার্যকারী পদক্ষেপ নেই। মানুষের কাছ থেকে কীভাবে কর আদায় করবে, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করবে সিটি কর্পোরেশন এই পায়তারায় আছে।

গতকাল বৃহস্পতিবার বিকালে বাকলিয়া থানা যুবদলের উদ্যোগে পশ্চিম বাকলিয়ায় ইফতার বিতরণকালে বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল এই বাকলিয়া সরকারি স্কুল মাঠে খেলাধুলাসহ স্কুল মাঠে বিভিন্ন অনুষ্ঠান আমরা করেছি। কিন্তু আজ এত সুন্দর মাঠটিকে একটি পরিত্যক্ত জলাশয়ে রূপান্তরিত করেছে এই সরকার। দীর্ঘদিন যাবত বাকলিয়া সরকারি কলেজের কোনো উন্নয়ন হচ্ছে না। নতুন একাডেমিক ভবন হওয়ার কথা থাকলেও বছরের পর বছর পড়ে আছে। এই সরকারের আমলে বাকলিয়ার মানুষ সবচাইতে বেশি অবহেলিত।

ইফতার বিতরণ অনুষ্ঠানে বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সেকান্দর মিয়া, সাধারণ সম্পাদক এমরান উদ্দীন, মহানগর যুবদলের সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী নাছিম, মহানগর খালেদা জিয়া মুক্তি মঞ্চের সভাপতি মারুফুল হক চৌধুরী মারুফ, পাঁচলাইশ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, একেএম আরিফুল ইসলাম ডিউক, মোহাম্মদ রিপন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সাদ্দামুল হক সাদ্দাম, ইয়াকুব খান, সফিউল বশর সাজু, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ মিজান, মোহাম্মদ ফরিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৯১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী শিশু-কিশোরীদের অধিকার রক্ষায় নানামুখী পদক্ষেপ নিয়েছেন