চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে পৌরকর বাবদ প্রায় ১৯ লক্ষ টাকা পরিশোধ করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। গত রোববার সকালে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের হাতে চেক হস্তান্তরের মাধ্যমে পৌরকরের এই টাকা পরিশোধ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালরে রেজিস্ট্রার খুরশীদুর রহমান। চেক গ্রহণকালে প্রশাসক বলেন, পৌরকরের ওপর চট্টগ্রামে উন্নয়ন নির্ভর করে। আমি নগরবাসীর ওপর করের বোঝা চাপাতে চাইনা। সরকারি যেসব সংস্থা, প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠনের বকয়ো কর পরিশোধ করলে নগরীর উন্নয়ন কার্যক্রম তরান্বিত করা সম্ভব হবে। এসময় প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, ৫নং রাজস্ব সার্কেলের কর কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।