চসিক হেলথ টেকনোলজি ইনস্টিটিউটে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিম

| বৃহস্পতিবার , ৪ আগস্ট, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত হেলথ টেকনোলজি ইনস্টিটিউট অ্যান্ড ম্যাটসের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে অধিভুক্তি নবায়নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার ফিরিঙ্গিবাজার ইনস্টিটিউট পরিদর্শন করেছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের পরিদর্শন টিম। পরিদর্শন টিম বিভিন্ন শ্রেণি কক্ষ ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রী ও শিক্ষকদের সাথে কথা বলেন।

প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পরিদর্শন টিমকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

পরিদর্শন টিমের সদস্যগণ হলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের নার্সিং ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার-উল-হক, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, উপ-কলেজ পরিদর্শক ডা. আইরিন সুলতানা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সম্মিলিত প্রচেষ্টা ফাউন্ডেশনের ৭ম বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধঅনলাইনে গল্প আহরণ প্রতিযোগিতার প্রথম অধিবেশন