চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৮-৯০) ও ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন অসুস্থ অবস্থায় ওনার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নাালিল্লাহে…রাজেউন)। আজ সোমবার ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস ও প্রেসারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। কিছুদিন আগে তার শরীরে জ্বরসহ চিকনগুনিয়া ধরা পড়ে।
আজ শবিার বাদ এশা জানাজা ৩ নাম্বার লেইন পশ্চিম খুলশীতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।
এদিকে সাবেক এই ছাত্রনেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।