চসিক সাবেক কাউ‌ন্সিলর ইলিয়াছ গ্রেফতার

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ১১:৫৫ পূর্বাহ্ণ

৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউ‌ন্সিলর মো: ই‌লিয়াছকে গ্রেফতার করেছে হা‌লিশহর থানা পু‌লিশ।

সোমবার (২৩ জানুয়ারি) বিষয়‌টি নি‌শ্চিত করেছেন হা‌লিশহর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ম‌নিরুজ্জামান।

গতকাল দুপুরে ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ই‌তিম‌ধ্যে আদালতের মাধ‌্যমে তাকে কারাগারে পা‌ঠানো হয়েছে বলে জানায় পু‌লিশ।

থানা সূত্র আরো জানায়, মানবা‌ধিকার কর্মী সম্রাটের স্ত্রীর করা এক‌টি মারামা‌রি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলায় ভিক‌টিম সম্রাটকে মারধর করে মরাত্মক জখম করার অ‌ভিযোগ আনা হয় সাবেক এই কাউন্সিলর এর বিরুদ্ধে । গ্রেফতার ই‌লিয়াছ ঐ মামলার ১নং আসামি ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের বিরুদ্ধে দুই ফৌজদারি মামলার বিশেষ কৌঁসুলি স্মিথের পদত্যাগ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৫ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার