চসিক প্রশাসকের সাথে পূর্বদেশ সম্পাদকের সৌজন্য সাক্ষাত

| মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ণ

চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, গণমাধ্যমকে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তবে তাঁর অপব্যবহার যাতে জাতিকে অন্ধকারে ঠেলে না দেয় সে বিষয়ে খেয়াল রাখাটা জরুরি। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকা চাই। কারণ এর সুফল-কুফল দুইই রয়েছে। তথ্য প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে দেশের কিশোর-তরুণদের মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোাগ মাধ্যমের ব্যবহার বাড়লেও কমেছে বইপড়ার প্রতি আগ্রহ। এই লক্ষণ শুভ নয়। গতকাল সোমবার টাইগারপাস বাটালী হিলের চসিক অফিসে প্রশাসকের সাথে তাঁর দপ্তরে দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন। এসময় কর্পোরেশনের প্রধান নির্বাহী কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রশাসকের একান্ত সচিব মো. আবুল হাসেমসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সাক্ষাতে কর্র্পোরেশনের প্রশাসক ও পূর্বদেশ সম্পাদকের মধ্যে দেশের সাম্প্রতিক বিষয় ও করোনা পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা হয়। এসময় প্রশাসক জনস্বার্থে পূর্বদেশ পরিবার চসিকের পাশে থাকবে বলে আশা প্রকাশ করলে, পূর্বদেশ সম্পাদক তাঁর পক্ষ থেকে রাষ্ট্রীয় ও জনকল্যাণে সার্বিক সহযোগিতা করবে বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে রং মিশ্রিত ৬ মণ সামুদ্রিক মাছ ধ্বংস
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাস্ক বিতরণ