বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ও দাবি দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন ছাড়া বিকল্প নেই। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতার নামে দেশ ও জাতির স্বাধীন অস্তিত্বের মূলে আঘাত হেনেছে। এই মুহূর্তে প্রয়োজন সর্বস্তরের জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ। নচেৎ বিপর্যয়কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তিনি আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশীদারিত্ব-প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান জানান। গতকাল শনিবার সন্ধ্যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিন্দু ফাউণ্ডেশন কার্যালয়ে ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষুর সভাপতিত্বে ও মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুবেল পালের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন হিন্দু ফাউণ্ডেশনের চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার, কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ইন্দু নন্দন দত্ত, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি শ্যামল কুমার পালিত, উত্তর জেলার সাধারণ সম্পাদক এড. অজিত নারায়ণ অধিকারী, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, ফাদার ড. আলফ্রেড অধিকারী, সহ-সভাপতি দীপংকর চৌধুরী কাজল ও রতন আচার্য্য, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, অসীম কুমার দেব, উত্তম কুমার শর্মা, সুমন কান্তি দে, মতিলাল দেওয়ানজী, ডা: বিধান মিত্র, সুকান্ত দত্ত, রুমা কান্তি সিংহ, বিশ্বজিৎ পালিত, বিকাশ মজুমদার, রুনু ভট্টাচার্য্য, দেবাশীষ নাথ দেবু, অনুপ রক্ষিত, বিজয় কৃষ্ণ দাশ, টিংকু চক্রবর্তী, প্রকৌশলী শুভ্র দেবকর, সিজার বড়ুয়া, রিমন মহুরী, চসিক কাউন্সিলর পদপ্রার্থী জহরলাল হাজারী, পুলক খাস্তগীর, শৈবাল দাশ সুমন, রুমকি সেনগুপ্তা, নিলু নাগ, সজিব সিংহ রুবেল, কল্লোল সেন, সুগ্রীব মজুমদার দোলন, অজিত কুমার শীল, বার্নোবা গোমেজ, অশোক চক্রবর্তী, রতন সেন মুন্না, অধ্যাপক শিপুল দে, কাঞ্চন আচার্য্য, প্রদীপ দে, দীপ নারায়ণ চৌধুরী, সুভাষ মজুমদার, গোপাল দাশ টিপু, সুমন চন্দ্র নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।