চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুনায়েদ কবির সোহাগের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত সোমবার এ নির্দেশনা দেয়া হয়। এতে সরেজমিন তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এ সংক্রান্ত দাপ্তরিক পত্রে বলা হয়, অভিযোগগুলো ২০১৯ সালের পূর্বে জুনায়েদ কবির সোহাগ রাউজান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন সময়কার। ওইসময় অবৈধ জালজালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগ রয়েছে।
জীবিত ব্যক্তিকে মৃত এবং মৃত ব্যক্তির নামে নোটিশ ইস্যু করে নামজারী সৃজন করা হয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা ও প্রতিবন্ধিভাতা প্রদানের ক্ষেত্রেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করা হয়।