চসিক ও জাইকার যৌথ প্রকল্পের আওতায় হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মত, পরিবেশবান্ধব ও আধুনিকায়ন সচেতনতা ও উন্নয়নের লক্ষ্যে ৮নং শুলকবহর ওয়ার্ডের বিভিন্ন হসপিটাল পরিদর্শন করেন কাউন্সিলর মো. মোরশেদ আলম ও জাইকা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের টিম লিডার মাসাহিরো সাইতোসহ প্রতিনিধি দল। এসময় প্রতিনিধি দল বর্জ্য পৃথকিকরণ কার্যক্রমে জনসচেতনতা তৈরিতে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি, ডেল্টা হেলথকেয়ার চট্টগ্রাম, ডক্টরস হসপিটাল, একুশে হাসপাতাল কর্তৃপক্ষ ও তৎসংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট লিফলেট ও স্টিকার বিতরণ করেন।
হাসপাতালের সচেতনতা বৃদ্ধি এবং যথাযথভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে গুরুত্বারোপ করে কাউন্সিলর মো. মোরশেদ আলম বলেন,
গত জানুয়ারি হতে জাইকা প্রদত্ত আধুনিক ও পরিবেশবান্ধব মেডিকেল বর্জ্য ইন্সিনারেটরের মাধ্যমে হাসপাতালসমূহের সংক্রামক এবং ধারালো বর্জ্যসমূহ পরিবেশসম্মত উপায়ে বিশোধন করে আসছে চসিক । এরই ধারাবাহিকতায় জাইকা ও চসিক’র যৌথ উদ্যোগে পাইলটিং প্রকল্প হিসেবে ৮নং ওয়ার্ডের ১টি হসপিটালকে বেছে নেয় এবং তা যথাযথভাবে সফল হওয়ায় ধীরে ধীরে ওয়ার্ডের সবকটি হাসপাতালকে একীভূতকরণ করা হচ্ছে। যার ফলে মেডিকেলে উৎপন্ন বিভিন্ন প্রকারের বর্জ্যগুলো হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক পৃথক ভাবে রাখবে যা চসিক সংগ্রহ করে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধবভাবে ইনসিনেটরে ধ্বংস করবে।
এতে পরিবেশে ক্ষতিকারক সংক্রমণ ছড়াতে পারবে না। ফলে এই বর্জ্য সুরক্ষিতভাবে অপসারণ করা যাবে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসা সেবা গ্রহনকারীদের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।