চশমা হিলের খাল থেকে একদিনে দুইশ টন বর্জ্য অপসারণ

| শনিবার , ১৬ জানুয়ারি, ২০২১ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ভরাট হয়ে যাওয়া চশমা হিলের খালটিতে পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে চসিক। গতকাল শুক্রবার দিনব্যাপী চলা এ অভিযানে প্রায় দুইশ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযানে ২টি স্কেভেটর ও ১০টি ডাম্পিং ট্রাকের সাহায্যে বর্জ্য অপসারণ করেন চসিকের শতাধিক পরিচ্ছন্নকর্মী। এ সময় ভিডিও কলে যুক্ত হন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। তিনি বলেন, রুবি গেইট থেকে ষোলশহর ২নং গেট পর্যন্ত প্রায় সোয়া ৪ কিলোমিটারের খালটিতে দীর্ঘদিন ধরে পলিথিন, প্লাস্টিকসহ গৃহস্থালি বর্জ্য ফেলা হয়েছে। এতে খালটির বেশ কিছু অংশ ভরাট হয়ে গেছে। বন্ধ হয়েছে স্বাভাবিক পানিপ্রবাহ। খালের মাঝখানে বেড়ে ওঠেছে গাছ-গাছালিও। এসব কারণে বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ পৌঁছে চরমে। অভিযানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মির্জা ফজলুল কাদের, প্রশাসকের একান্ত সহকারী সচিব স্বরূপ দত্ত রাজু, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহাদাতের সমর্থনে নাগরিক ঐক্য পরিষদের বৈঠক
পরবর্তী নিবন্ধমোজাম্বিকে করোনায় আক্রান্ত হয়ে গণ্ডামারার যুবকের মৃত্যু