‘চলে যাচ্ছি আর আসব না’

বাল্যবিয়ে এড়াতে পালিয়ে যাওয়া দুই ছাত্রী উদ্ধার

আজাদী অনলাইন | সোমবার , ২৭ ডিসেম্বর, ২০২১ at ৯:৫৯ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষার পর তাদের বাবা-মা জোরপূর্বক বাল্যবিয়ে দিয়ে দেবে বলে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। এ কথা র‌্যাপিড একশন ব্যাটালিয়নকে (র‌্যাব) জানিয়েছে সীতাকুণ্ড থানার ছোট কুমিরা লতিফা সিদ্দিকা বালিকা উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রী।

এ ব্যাপারে তাদের মা সীতাকুণ্ড থানায় পৃথক দু’টি জিডি করেন।

তাদের গতকাল রবিবার রাত পৌনে ১১টায় অভিযান পরিচালনা করে উদ্ধার করা হয়।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।

সীতাকুণ্ড থানার জিডি সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর সকালে উপজেলার দক্ষিণ মছজিদ্দা মাস্টারপাড়ার ফোরক মিস্ত্রির বাড়ির এক ছাত্রী ও ছোট কুমিরা ৩ নম্বর ওয়ার্ড মছজিদ্দা এলাকার স্বপন মল্লিকের বাড়ির এক ছাত্রী এসএসসি পরীক্ষা দিতে ছোট কুমিরা মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে যায়। তারপর থেকে তারা দু’জন আর বাড়িতে ফিরে আসেনি।

এক ছাত্রীর মা জানান, পরীক্ষা দিতে যাওয়ার আগে তার বালিশের নিচে একটি চিঠি লিখে রেখে গেছে। সেটিতে বলা হয়েছে আমি চলে যাচ্ছি আর আসব না।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, সীতাকুণ্ড এলাকার দুই স্কুল ছাত্রী চলে যাচ্ছি আর আসব না চিরকুট লিখে রহস্যজনকভাবে উধাও হয়। দীর্ঘ এক মাস ছাত্রীদের কোনো খোঁজখবর পাওয়া না যাওয়ায় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই সূত্রে ধরে র‌্যাব-৭, ছাত্রীদের উদ্ধারের জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারি চালায়।

তিনি জানান, আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ছাত্রীদের কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন বাগুরা শান্তিনগর এলাকায় অবস্থান করছে। গতকাল রবিবার রাত পৌনে ১১টায় এলাকায় অভিযান পরিচালনা করে দুই ছাত্রীকে উদ্ধার করা হয়।

এসএসসি পরীক্ষার পর তাদের বাবা-মা তাদেরকে জোরপূর্বক বাল্যবিয়ে দিয়ে দেবে বলে তারা বাড়ি থেকে পালিয়ে ছদ্মবেশ ধারণ করে বসবাস করে আসছে জানিয়ে নিয়াজ মোহাম্মদ চপল জানান, ছাত্রীরা আরও লেখা পড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের স্বাবলম্বী করে নিজ পায়ে দাঁড়াতে চায়। মূলত তারা উচ্চশিক্ষিত হয়ে নিজ পায়ে দাঁড়ানোর জন্যই বাল্যবিয়েকে পরিহার করে বাড়ি থেকে পালিয়ে আসে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইস ফ্যাক্টরি রোডে গুদামের দেয়াল ধসে নিহত ১
পরবর্তী নিবন্ধটেকনাফে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা!