চলে গেলেন অধ্যাপক ড. গোলাম মুরশিদ

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৩ আগস্ট, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, গবেষক, অধ্যাপক ড. গোলাম মুরশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টা (লন্ডন সময় বেলা ১১ টায়) লন্ডনের কুইন্স হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আভিধানিক ও প্রাবন্ধিক অধ্যাপক ড. স্বরোচিষ সরকার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

. স্বরোচিষ সরকার জানান, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন ড. গোলাম মুরশিদ। ২২ আগস্ট বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে লন্ডনের সাউথ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কুইন্স হাসপাতালে নেওয়া হয়।

. গোলাম মুরশিদ ১৯৪০ সালের ৮ এপ্রিল বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। তার প্রথম কর্মজীবন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। প্রায় দুই দশক তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। এমনকি ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) সংবাদপাঠক এবং উপস্থাপক হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায জড়িত ছিলেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্যাডিজের গবেষণাসহযোগী ছিলেন। ১৯৯১ সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অবসর জীবনে তিনি লন্ডনেই বসবাস করতেন। গোলাম মুরশিদ বাংলা সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি ও সমাজ নিয়ে বেশকিছু সুপরিচিত গ্রন্থ রচনা করেছেন। নারী অধ্যয়ন, বাংলা ভাষা ও সাহিত্য এবং বাংলার সামাজিকসাংস্কৃতিক ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে তিনি ৩০টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। সৃজনশীল ও গবেষণামূলক কাজের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন। প্রবন্ধগবেষণায় তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০২১ সালে ভাষা ও সাহিত্য বিভাগে একুশে পদকে ভূষিত হন।

পূর্ববর্তী নিবন্ধসহিংসতার তদন্ত জাতিসংঘের প্রাথমিক অনুসন্ধান দলের কাজ শুরু
পরবর্তী নিবন্ধউন্মুক্ত হলো সন্দ্বীপ নৌ রুট, কমছে ভাড়া