চলুন না, একটু বদলে যাই। আমি, আপনি, আমরা। আমরাই তো একটা সরকার। একটা দেশ। আমরা সৃষ্টির সেরা জীব। আমরাই পারি সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করে সব কিছু পাল্টে দিতে। একটু সততা দরকার। এই মহামারীতে অসহায় মানুষ গুলোর জন্য যা অনুদান দেওয়া হয়েছে তা শতভাগ তাদের কাছে বুঝিয়ে দেই। নিশ্চয় সৃষ্টিকর্তা আমাদের উপর সন্তুষ্ট হবেন। মহামারী করোনা ভাইরাস থেকে আমাদের কে মুক্তি দিবেন। হ্যাঁ দিবেন। এ আমার বিশ্বাস। মানবতাবোধ আর নিঃস্বার্থ ভালোবাসাই পারে সব ভুলগুলোকে পাল্টে শুদ্ধ করে দিতে। যেখানে শত শত মানুষের ভীড় (মার্কেট, রেস্টুরেন্ট ইত্যাদি) প্লিজ সেখানে যাবেন না। মাস্ককে আপনার পোশাকের অংশ বানিয়ে ফেলুন। সাথেই রাখুন। নিয়মিত প্রার্থনা করুন। সৃষ্টিকর্তা বড় অভিমান করে আছেন। তাই হয়তো উনি উনার সৃষ্টিকে ফেরত চাচ্ছেন। চলুন সবাই মিলে আমাদের সৃষ্টিকর্তার অভিমান ভাঙাই। তিনিতো তাঁর সৃষ্টিকুলকে অনেক ভালোবাসেন। আমরা না হয় উনার ভালোবাসার যোগ্য হই। সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থতা দান করুন।