চলাফেরা করতে পারছেন না মীর!

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:২১ পূর্বাহ্ণ

কলকাতার জনপ্রিয় সঞ্চালক মীর আফসার আলী, যিনি পরিচিত মীর নামে, সোশাল মিডিয়ায় তার একটি পোস্ট নজর কেড়েছে তার অনুরাগীদের। সেই পোস্টে মজার ছলে মীর জানিয়েছেন তিনি অসুস্থ। হাসিঠাট্টার মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া মীরের স্বভাব। নিজেকে নিয়েও লঘু কথাবার্তা বলতে কম যান না এই তারকা। এ সময় সংবাদমাধ্যম বলছে সোশাল মিডিয়ায় একটি পোস্টে মীর বলেন, দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের পেছনের অংশে এবং হাঁটুর ব্যথায় ভুগছেন তিনি। খবর বিডিনিউজের। বাধ্য হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হয় তাকে। চিকিৎসাপত্রে মীরের জন্য ‘পোলভোল্ট’ নামের ওষুধ লিখেছেন চিকিৎসক। আর এই নাম নিয়েই স্বভাবসুলভ রসিকতায় মেতে মীর বলেছেন, চিকিৎসক ওষুধটি প্রেসক্রাইব করবার সময় একটু সেনসিটিভ হলে খুব খুশি হতাম। যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ POLVOLT খেতে বলে??! খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম।

পূর্ববর্তী নিবন্ধঅন্য লুকে অনন্ত জলিল
পরবর্তী নিবন্ধ‘শাবনূরের প্রতি মুগ্ধতাটা অন্যরকম’