চলাচলের রাস্তা কেটে মাটি নেয়া হচ্ছে ইটভাটায়

লোহাগাড়ার চরম্বা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ at ৬:৩৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চরম্বায় চলাচলের রাস্তা কেটে পার্শ্ববর্তী ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাজাঘাটা বদরসর মাজারের পূর্ব পাশে খাস জায়গার উপর চলাচলের এ রাস্তা থেকে মাটি কাটা হচ্ছে।

সম্প্রতি চলাচলের রাস্তার মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্থানীয় মো. রাজিব নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে ও স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, একটি কুচক্রি মহল রাতের আঁধারে এক্সকেভেটর দিয়ে চলাচলের রাস্তা কেটে পাশ্ববর্তী ইটভাটায় নিয়ে যাচ্ছে। এতে ওই এলাকার মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হবে। এছাড়া আশপাশে শত শত একর জমিতে উৎপাদিত পণ্য পরিবহন করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে কৃষকদের। মাটিখেকোরা খাস জায়গায় স্থিত চলাচলের রাস্তা কেটে নেয়ার পর পার্শ্ববর্তী টিলার মাটিও কেটে নেয়ার পাঁয়তারা করছে। মাটিখেকোরা প্রভাবশালী হওয়ায় তাদের ব্যাপারে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে রাতের আঁধারে একটি প্রভাবশালী মহল রাস্তার কিছু অংশ কেটে মাটি নিয়ে গেছে। এছাড়া পার্শ্ববর্তী অন্য আরেকটি খাস জায়গা থেকেও মাটি কেটে নেয়া হয়েছে। মাটিবাহী গাড়ি চলাচলের কারণে রাস্তাটি ধুলোয় একাকার হয়ে গেছে। সামনে বর্ষা মৌসুমে ওই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। একটি প্রভাবশালী মহল সরকারি খাস জায়গা থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান জানান, চলাচলের রাস্তা কেটে মাটি নিয়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা ও রাসেলের নামে থাকা সড়ক ও পার্কের নাম পরিবর্তন
পরবর্তী নিবন্ধনওফেল নাছির লতিফসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা