চলমান সংঘের বিনামূল্যে খতনা ও চক্ষু চিকিৎসা

| রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:০৪ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়া চলমান সংঘের উদ্যোগে গতকাল শনিবার সকালে কেশুয়া উচ্চ বিদ্যালের হলরুমে চলমান সংঘের উদ্যোগে পাঁচ শতাধিক এলাকার অসহায় ও গরীব মানুষের মাঝে বিনামূল্যে খতনা ও চক্ষু চিকিৎসা চলমান সংঘের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. গরীবুল্লা খাঁন সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের গণিত বিভাগীয় প্রধান প্রফেসর মো. হাসানুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসআরএম আজগর আলী, শের আলী মাস্টার, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এসএম মুইজ্জুল আকবর চৌধুরী, চলমান সংঘের সভাপতি শাহ আজজুর রহমান বেলাল, কেশুয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ মঈন উদ্দীন, মোরশেদুল আলম পেয়ারু, আকবর হোসেন, সাদ্দাম হোসেন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিল লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম ও চট্টগ্রাম লায়ন ফাউন্ডেশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় ‘ মোখা ’ মোকাবেলায় প্রস্তুত রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকরা
পরবর্তী নিবন্ধরাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের স্মরণ সভা ও দোয়া মাহফিল