চট্টগ্রাম–কক্সবাজার রেলসড়কে প্রতিদিন পাথর নিক্ষেপ যেন নিয়মিত রুটিনের একটি অংশ হয়ে গেছে। ভয়ে আতংকিত যাত্রীরা। যাত্রীদের নিরাপত্তা দিতে হিশমিসে পড়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে সেনাবাহিনীসহ একাধিক টিম কাজ করলেও সমাধান মিলছে না। কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে রাতে চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যাওয়া প্রবাল এক্সপেসসহ অন্য ট্রেনগুলোতে প্রতিদিন পাথর নিক্ষেপ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
এতে ছনতাইকারীর চুরিকাঘাতে আহত হচ্ছেন দেশ– বিদেশ থেকে আসা বিশ্বের সুনাম অর্জনকারী পর্যটন স্পষ্ট কক্সবাজারের পর্যটকরা ভূগছেন চরম নিরাপত্তাহীনতায়।
কক্সবাজারের থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটন এক্সেপেস দোলহাজারা, হারবাংসহ কয়েকটি এলাকায় প্রবেশ করার পর এ পাথর নিক্ষেপ শুরু হয়, অবিলম্বে এ পাথর নিক্ষেপ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি।
আলমগীর আলম
যুগ্ন সাধারণ সম্পাদক
চট্টগ্রাম –দোহাজারী –কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ।










