চলন্ত গাড়ি থেকে চবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

চিৎকার করলেও এগিয়ে আসেনি কেউ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ জুলাই, ২০২২ at ১১:২৭ পূর্বাহ্ণ

চলন্ত গাড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাই হয়েছে। গতকাল সকাল পৌনে ১০ টায় নগরের দুই নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর দাবি, মোবাইল ছিনতাইয়ের ঘটনার সময় রাস্তায় পুলিশ ছিল। চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরতে পুলিশসহ আশেপাশের কেউ এগিয়ে আসেনি। পরে খুলশি থানায় ছিনতাইয়ের বিষয় উল্লেখ করে জিডি করতে গেলেও ‘হারিয়েছে’ মর্মে জিডি গ্রহণ করে।

ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্রী। নাম প্রকাশ না করার অনুরোধ করে তিনি দৈনিক আজাদীকে বলেন, সকালে গাড়িতে করে ক্যাম্পাসে যাচ্ছিলাম। দুই নম্বর গেইট সিগন্যালে পড়ি। ওই সময় আমার মোবাইলটি ছিনিয়ে নেয়। সেখানে পাশেই ট্রাফিক পুলিশ ছিল। চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। আমার পরীক্ষা থাকায় ক্যাম্পাসে চলে যায়। বিকেলে খুলশী থানায় জিডি করি। সেখানে ছিনতাই শব্দটি তারা কেটে দেয়।

এ বিষয়ে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা দৈনিক আজাদীকে বলেন, জিডিতে ছিনতাই বলার আইনি সুযোগ নাই। ছিনতাই হলে সেটা মামলা হবে। তিনি যদি মামলা করতে চান আমরা অবশ্যই নেব। জিডির প্রেক্ষিতেও মোবাইল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ আগের অবস্থানেই