ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গত ২৯ আগস্ট থেকে গতকাল ১ সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী পটিয়া ও আনোয়ারা উপজেলার ১৪টি স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির ও সামাজিক ক্লাবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। ঘাসফুল আয়োজিত এ কার্যক্রমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের সহায়তায় এবারে মোট ১০০০০ (দশ হাজার) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পটিয়া সরকারি কলেজ, পটিয়া ছনহরা মাদ্রাসা, কেলিশহর উচ্চ বিদ্যালয়, দক্ষিণভূর্ষি–কেচিয়াপাড়া কল্লোল সাংস্কৃতিক সংঘ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণ মন্দির। আনোয়ারাতে ছিলো ভরাচর বেড়ি বাঁধ, ফারুকিয়া মাদ্রাসা, পশ্চিম বরুমচড়া সানসাইন সমাজকল্যাণ ছাত্রসংঘ, শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, এ জেড উচ্চ বিদ্যালয়, বরুমচড়া শতদল নওজোয়ান উন্নয়ন ক্লাব, আমাদের ক্লাব, ব্রাদার্স ইউনিটি। বৃক্ষরোপণ কার্যক্রমে বক্তব্য রাখেন ঘাসফুল মাইক্রোফিন্যান্স বিভাগের সহকারী পরিচালক মো. শামসুল হক ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক সৈয়দ মামুনুর রশীদ। এছাড়াও বৃক্ষরোপণে এলাকাভিত্তিক অংশ নেন ঘাসফুলের শাখা ব্যবস্থাপক মশলিউর রহমান পারভেজ, মো. আনিস, মেজবাহউদ্দিন, এসএস রাজীব দে, আশীষ দে, অ.ভ্র.ম মোরশেদ প্রমুখ।
এসময় ঘাসফুল প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় গত জুলাই মাসেও চট্টগ্রাম মহানগর, হাটহাজারী, মিরসরাই, পটিয়া ও আনোয়ারাতে ৮০০০ গাছের চারা বিতরণ করা হয়। চলতি বছরে ঘাসফুল চট্টগ্রামে ২ দফায় মোট ১৮০০০ হাজার চারা বিতরণ করে। প্রেস বিজ্ঞপ্তি।