১৯৮৫ সাল। বিটিভি’র সফল ধারাবাহিক এই সব দিন রাত্রীর শিল্পী সরকার অপুর দুর্দান্ত অভিনয় আজও দর্শকদের মনে দাগ কেটে রয়েছে। অসাধারণ এই অভিনেত্রী নাটক বা সিনেমায় তার সাধারণ অভিনয় দিয়ে বিশেষ করে সুপার ন্যাচারাল অভিব্যক্তি সাধারণ দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এমনকি বিজ্ঞাপনে তার উপস্থিতি প্রশংসিত হয়েছে। নাটকগুলোতে তার অভিনীত চরিত্রগুলো তার সাবলীল অভিনয় দিয়ে জীবন্ত করে তোলে। বর্তমান এই গুণী অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন অনুদানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘরে ফেরা’তে। মুন্সীগঞ্জে মনোরম লোকেশনে শুটিংয়ে অবস্থান করছেন। মুঠোফোনে শিল্পী জানান, এরই বাইরে সাগর জাহান-এর ধারাবাহিক ‘অনলাইন অফলাইন’, শামীম জামান-এর ‘প্রিয়জন’ নাটকের শুটিং করেছি। কিছুদিনের মধ্যেই ‘গুণীন’ সিনেমার শুটিং-এ অংশ নেবো। এর বাইরে সমপ্রতি ডকুমেন্টারিতে অভিনয় করেছি জনসচেতনতা মূলক করোনা ও জন্মনিবন্ধন বিষয় নিয়ে।
এইতো এখনকার কর্মব্যস্ততা আমার। ‘স্বপ্নজাল’ ও ‘ভয়ঙ্কর সুন্দর’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মনে জাগরূক। গুণী এই অভিনেত্রীর পরিবারের ৩ সদস্যই অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত। তার স্বামী নরেশ ভূঁইয়া ও বর্তমান সময়ের সম্ভাবনাময় অভিনেতা ইয়াশ রোহান তার ছেলে।












