চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের সদস্যপদ স্থগিত

| সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই চিত্রনায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি সমিতির গঠনতন্ত্র বিরোধী কাজ করছেন। গতকাল রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সহসাধারণ সম্পাদক সায়মন সাদিক সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, চিত্রনায়ক জায়েদ খান ভুয়া কাগজে বর্তমান কমিটির সভাপতির হাতে শপথ নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে কমিটির বর্তমান সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, অপমানজনক বক্তব্য রেখেছেন, যা শিল্পী সমিতির গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ। তাকে গঠনতন্ত্র অনুযায়ী এসব অভিযোগের জবাব চেয়ে চিঠি দেওয়া হয়। তিনি সময়মতো উত্তর দেননি। এমতাবস্থায় শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত সবাই মিলে তার সদস্যপদ স্থগিতের পক্ষে রায় দিয়েছেন। খবর বিডিনিউজের।

সায়মন বলেন, অচিরেই সমিতির উপদেষ্টাদের সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে যদি জায়েদ খানের সদস্য পদ বাতিলের আদেশ হয়, তাহলে শিল্পী সমিতির সদস্য থাকবেন না জায়েদ খান। জায়েদ খান গত দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এবারও নির্বাচনের পর তাতেই সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে সাধারণ সম্পাদক পদে অন্য প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার ভোট কেনার অভিযোগ তোলার পর জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়। এরপর সেই পদে নিপুণকে বিজয়ী ঘোষণা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে টর্নেডোতে মৃত্যু বেড়ে ২৬, লণ্ডভণ্ড অনেক এলাকা
পরবর্তী নিবন্ধঅভিনয় শিল্পীদের আইনি সহায়তায় ‘লিগ্যাল উইং’ গঠন