চরণদ্বীপ দরবারের বার্ষিক ওরশ আজ

| বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

গাউসুল আজম মাইজভান্ডারীর (কঃ) প্রথম খলিফা হযরত মাওলানা শাহসুফি শেখ অছিয়র রহমান ফারুকীর (কঃ) ১২৯তম বার্ষিক ওরশ আজ চরণদ্বীপ দরবার শরীফ বড়মিঞা মঞ্জিলে অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- খতমে কুরআন শরীফ, খতমে গাউসিয়া, মিলাদ, কিয়াম, সামা মাহফিল, জিকির, ফাতেহা নেওয়াজ, তাবারুক বিতরণ। আখেরী মুনাজাত পরিচালনা করবেন দরবারে সাজ্জাদানশীন শাহসুফি শেখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (মঃ)। ওরশ শরীফে আগত সকল ভক্ত, আশেকানদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধরাউজানে হযরত লাল মিয়া শাহ’র ওরশ ২৩ জানুয়ারি