চরখিজিরপুরের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

| বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার চরখিজিপুর গ্রামে হাজী জাগের-নুর ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চরখিজিরপুরের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গত ৪ অক্টোবর হাজী লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন হাজী জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী জানে আলম। প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কর আইনজীবী নুর হোসেন।
বক্তব্য রাখেন আবু নঈম মো. ইব্রাহীম চৌধুরী, বাবুল আহমেদ, হাজী শাহজাহান সিরাজ, সিরাজুল হক কাঞ্চন, গুন্নু মিয়া, শাহাদাত আলী সার্দুল, আইয়ুব মাস্টার, হাজী লফিত সওদাগর, আবুল হাশেম সওদাগর, মো. ছৈয়দ, নুরুল কবির শান্ত, মো. আলমগীর, সেকান্দর জাবেদ, মুহাম্মদ সুজায়েত আলী সুমন, মো. আলী, জানে আলম, মুহাম্মদ মোস্তাক, ইসকান্দার, আকতার হোসেন, মো. দিদার আলম, আরিফুর রহমান জিকু, মো. ইদ্রিচ, আবুল মনসুর, মো. লোকমান, মো. রুবেল, বখতেয়ার হোসেন, মোজাম্মেল হোসেন, মাওলানা আব্দুল আজিজ, মো. ফারুক, মো. আলমগীর, রুস্তম আলী, শাহজাহান, শফি আলম, মাহমুদুর রহমান, জাহাঙ্গীর আলম, রাজা মিয়া, খায়ের আহমদ, হাজী সালেহ আহমদ, আহমদ নুর, মো. সেকান্দর, ইউসুফ আলী, মো. ইমরান, আকরাম হোসেন, এম.এইচ রাসেল, শাহরিয়ার জয়, দিদার আলম, মো. কাইয়ুম প্রমুখ।সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাহেদ হোসেন, সাকি আকতার, এস এম ইসমাঈল ইফতি, সাবেকুন নাহার, আবদুর রহমান শান্ত, মোহাম্মদুল ইসলাম রায়হান, সায়েদ আনোয়ার, আবু নোমান মারুফ, তাহেরিন সুলতানা আতিফা, নাজমুল হক সাকিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরে ইএফডিতে ভ্যাট এলো ৩০ কোটি টাকা