চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মাঠে এ মিলন মেলার আয়োজন করা হয়। দুই ব্যাপি এ আয়োজনের প্রথম দিনে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, হেলদি সিটি গড়তে চিকিৎসকদের সক্রিয় ও অগ্রণী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসক সমাজের অবদান অপরিসীম।
মিলন মেলায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডা. সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নাজমুল হোসেন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর জসিম উদ্দিন এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












