চমেকে কনসার্টে প্রবেশ নিয়ে বাকবিতণ্ডা

ভাঙচুরের চেষ্টা, ইট-পাটকেল নিক্ষেপ বহিরাগতদের, আহত ৫

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সাংস্কৃতিক অনুষ্ঠানে (কনসার্ট) বহিরাগতদের প্রবেশ করা নিয়ে মেডিকেল শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে ঢুকতে না পেরে মেডিকেলের প্রধান ফটক দিয়ে ভাঙচুরের উদ্দেশ্যে ঢুকার চেষ্টা করে বহিরাগতরা। তাতেও ঢুকতে না পেরে তারা ইটপাটকেল, ডাবের খোসা নিক্ষেপ করতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় চমেকের শাহ আলম বীরউত্তম মিলনায়তনে প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এদিন চমেকের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কনসার্টের আয়োজন করা হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মেডিকেল এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। ইটপাটকেল নিক্ষেপে মেডিকেলের ৫ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বর্ণনা দিয়ে চমেকের ইন্টার্ন ডাক্তার হাসিবুল হাবিব আজাদীকে বলেন, আমাদের মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজস্ব পরিসরে কনসার্টের আয়োজন করা হয়। এতে ধারণক্ষমতা কম থাকার কারণে বহিরাগতদের জায়গা দেওয়া সম্ভব না। কিন্তু বিকালে কিছু লোক এসে কনসার্টে ঢুকার জন্য জোরাজুরি শুরু করলে আমরা তাদের বাধা দেই। এরপর তারা দাবি করে বড় পর্দায় মেডিকেলের প্রধান ফটকে সামনে কনসার্ট দেখানোর জন্য। এসব না করে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য। তখন তারা এলোপাতাড়ি ইটপাটকেল ও ডাবের খোসা নিক্ষেপ করে মেডিকেলের দিকে। এতে আমাদের ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, মেডিকেলের শিক্ষার্থী তৌহিদ, সাকিল, নাসির, সাকিব ও খালেদ।

এ বিষয়ে চমেক অধ্যক্ষ ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শিক্ষার্থীরা একটা কনসার্টের আয়োজন করেছে। সেই কনসার্ট দেখার জন্য বাইরের মানুষজন ভেতরে ঢুকতে চেষ্টা করেছে। পরে আমরা গেইট বন্ধ করে দেই। এ কারণে বাইরে থেকে ওরা ঢিল ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, আমাদের অডিটোরিয়ামের জায়গা কম। তাই বাইরের মানুষজনকে এলাউ করা সম্ভব না। এইজন্যই গেইটগুলো বন্ধ রাখা হয়েছে। যার কারণে তারা গেইটের আশেপাশে জটলা পাকাচ্ছে। সেখানে এখন পুলিশ, আর্মি, বিজিবি অবস্থান নিয়েছে।

পাঁচলাইশ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সোলাইমান বলেন, খবর শোনার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ৫০৬০ জন লোক মেডিকেলের অনুষ্ঠানে ঢুকতে চেয়েছে। সেখানে ঢুকতে না দেওয়ায় তারা ইটপাটকেল ছুঁড়েছে। মেডিকেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
পরবর্তী নিবন্ধপোশাক খাতে অস্থিরতায় প্রতিবেশী দেশের ‘ইন্ধন’ দেখেন শ্রম সচিব