চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে নিখোঁজ হওয়া ৪ বছরের শিশু মোঃ রামিমকে খুঁজছে পরিবার। চলতি বছরের ১৩ এপ্রিল চমেক হাসপাতালের ২য় তলার বারান্দা থেকে নিখোঁজ হয় শিশু রামিম। রামিম লম্বায় ৩ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পড়নে ছিল জিন্স প্যান্ট। নিখোঁজ রামিম কক্সবাজার জেলার ঈদগাঁও ফকিরা বাজার এলাকার মোঃ সিরাজের ছেলে। বর্তমানে তারা নগরীর চান্দগাঁও কোদাল কাটা এলাকার ১৮নং তাজ ওয়ার্কশপ কলোনিতে বসবাস করে। নিখোঁজের ঘটনায় গত সিএমপি’র পাঁচলাইশ মডেল থানায় মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রজু করা হয়েছে। নিখোঁজ শিশু রামিমের সন্ধান পেলে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোন ০১৩২০–০৫২৪৭০ কিংবা মামলার তদন্তকারী অফিসার–০১৮৩১–৯৭৬০৩৬ কে সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। নিখোঁজ শিশু রামিমের সন্ধানকারীকে পুরস্কারের ঘোষণা করেছে পরিবার ও পুলিশ। প্রেস বিজ্ঞপ্তি।












