চমেক হাসপাতালের নবনিযুক্ত পরিচালককে সংবর্ধনা

| রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েট ’৮৬।

গত শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব ভবনে ক্লাব কলেজিয়েট চিটাগং লিমিটেডের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব অব চট্টগ্রাম কলেজিয়েট ’৮৬ এর আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজ।

সভার শুরুতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯৮৬ ব্যাচের ছাত্র ডা. বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ তসলিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক নিযুক্ত হওয়ায় চট্টগ্রাম কলেজিয়েটসহ সিওসি’৮৬ পরিবার গর্বিত।

সভায় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯৬৪ ব্যাচের ছাত্র ও ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক, ব্যাংকার রাশেদুল আমিনের পিতা সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সভায় গত কয়েকদিনে দেশব্যাপী চলমান পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বক্তব্য দেন, ডা. সাগর চৌধুরী, ডা. ইশা চৌধুরী, ডা. অসীম কুমার চৌধুরী, মেরিন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুপক, ডা. আশরাফুল করিম, প্রকোশলী সিদ্ধার্থ শংকর সুরকার, ডা. আবু তোহা, অ্যাডভোকেট সীমান্ত তালুকদার, মাহবুবুর রহমান শিবলী, মোহাম্মদ হেলাল উদ্দিন, সৈয়দ মুহম্মদ রিদুয়ান, মহসীন উল কাদের, মোস্তাফিজুর রহমান মামুন, অধ্যাপক বিজয় ভৌমিক, সাইফুল ইসলাম লেলিন, মো. মাহফুজুল হক সেলিম, আলমগীর আলম, জাহিদ হোসেন, শাহিদ নাঈম, শেখ মোহাম্মদ হুমায়ুন কবির খালেদ, আজমল আহমদ, ভূঁইয়া, মাহামুদুর রহমান, আবুল কালাম আজাদ কিরন, আনোয়ারুল আজিম মামুন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, জয়ন্ত চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতাবিরোধী অপশক্তি শিক্ষার্থীদের ব্যবহার করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে
পরবর্তী নিবন্ধকেপিএমের পরিত্যক্ত ভবন থেকে শ্রমিকের লাশ উদ্ধার