চমেক হাসপাতালে হুইল চেয়ার হস্তান্তর

| সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে রোগীদের সেবা গতিশীল করার লক্ষ্যে হুইল চেয়ার হস্তান্তর করা হয়। হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হোসেন আহসান, সহকারী পরিচালক রাজীব পালিত, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামীম হোসন আহসান বলেন, চমেকে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে হুইল চেয়ার বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। সাধারণত কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নজিরবিহীন। এতে আরও উপস্থিত ছিলেন মো. ইসমাঈল, ইমতিয়াজ আহমেদ বাবলা, ইকবাল হোসেন, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, শামীম আজাদ রুবেল, সাজিবুল ইসলাম সজীব, আবুনাসের জুয়েল, মাহামুদুর রহমান, আসিফ হোসেন মিলাদ, সাইফুর রহমান রানা, শামীম উদ্দিন, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম, পলাশ চক্রবত্তী, আবদুল হামিদ, হাসান মুরাদ চৌধুরী সাকিবুজ্জামান, সুজন দাশ, মো. রাব্বী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে : ডা.শাহাদাত
পরবর্তী নিবন্ধটিসিবির পণ্য এবং ট্রাক সেল পয়েন্ট বাড়াতে হবে : সুজন