চমেক হাসপাতালে ভারত ফেরত রোগীর মৃত্যু

এন্টিজেন টেস্টে করোনা নেগেটিভ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ মে, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভারত ফেরত এক রোগীর মৃত্যু হয়েছে। চন্দন কান্তি আইচ (৪২) নামের ওই রোগী গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি হন। সকাল ৭টার দিকে ওই বিভাগে তার মৃত্যু হয়। চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই রোগীর র‌্যাপিড এন্টিজেন টেস্টে করোনা নেগেটিভ পাওয়া গেছে জানিয়ে তারা বলেছেন, এন্টিজেন টেস্টে নেগেটিভ আসার পর আরটিপিসিআর টেস্টের জন্য ওই রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। চমেক হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ব্রেন টিউমারের চিকিৎসায় সমপ্রতি ভারত যান চন্দন আইচ। তার বাড়ি বাঁশখালীর পূর্ব চাম্বলে। তিনি মৃত মনিন্দ কান্তি আইচের ছেলে। কুমিল্লা সীমান্ত দিয়ে দেশে ফিরে প্রথমে হোটেল অবস্থান করলেও ২১ মে কুমিল্লার একটি হাসপাতালে চন্দনকে ভর্তি করা হয়। শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে গতকাল ভোরের দিকে তাকে চমেক হাসপাতালে আনা হয়।
সীমান্তে কোভিড-১৯ পরীক্ষার রিপোর্টেও চন্দনের করোনা নেগেটিভ আসে বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূইয়া।
এদিকে, ভারত ফেরত ওই রোগীর পরিবারের দুজন সদস্যকে চমেক হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। নতুন করে চারজনসহ এ পর্যন্ত ৪৯ জন ভারত ফেরত হাসপাতালে তালিকাভূক্ত হয়েছেন বলে জানান চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর। এর মধ্যে বর্তমানে ৭ জন হাসপাতালে ভর্তি আছেন। এদের ৪ জন রোগী এবং ৩ জন রোগীর স্বজন।

পূর্ববর্তী নিবন্ধমে’র শেষ পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাব মন্ত্রিপরিষদের
পরবর্তী নিবন্ধচব্বিশ দিন পর মৃত্যুশূন্য চট্টগ্রাম