চমেক হাসপাতালে বিশুদ্ধ পানির মেশিন স্থাপন

| বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

সৌদি আরবস্থ চট্টগ্রাম সমিতি রিয়াদের উদ্যোগে রোগী ও রোগীর স্বজনদের জন্য বিশুদ্ধ পানির মেশিন স্থাপন করা হয়েছে। সম্প্রতি পানির মেশিন স্থাপন কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামিম আহসান। বাংলাদেশের সামাজিক ও সেবামূলক সংগঠন হাসি’র প্রতিষ্ঠাতা সভাপতি মুসলেহ উদ্দিন মুন্নার সার্বিক সহযোগিতায় মেশিন স্থাপনকালে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, এম হামিদ হোসাইন, মুহাম্মদ আবদুন নুর আইয়ুব, সেবা কর্মকর্তা অভিজিৎ শাহ, হাফেজ আমান উল্লাহ, জিয়াউদ্দিন, মেডিকেল ওয়ার্ড মাস্টার মানিক, মনছুর রহমান প্রমুখ।

উদ্বোধনকালে চমেক হাসপাতাল পরিচালক বলেনমানবিক কর্মকাণ্ডে সংগঠনটি যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রশংসনীয় এবং আজকের এই পানির মেশিন স্থাপনে আমরা সত্যি আনন্দিত। এ জাতীয় সেবামূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিশেষ করে রোগী ও রোগির স্বজনরা উপকৃত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাটগড়ে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধআয়ুর্বেদ শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা বাড়ায়