চমেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৪:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মেহেদী হাসান প্রকাশ তুহিন (৩২) ও মো. সৌরভ (২৮) নামে মোবাইল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতালের ৬ষ্ঠ তলা থেকে তাদের আটক করা হয়। চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালিয়ে এই দুজনকে আটক করা হয়। তারা দুজন মোবাইল চোর চক্রের সদস্য। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে চালান করে দেয়া হয়েছে বলেও জানান এসআই আশেক।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক আহত
পরবর্তী নিবন্ধমাঝ সাগরে ইঞ্জিন বিকল