বিভিন্ন অনিয়মের প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। গত রোববার হাসপাতালের সামনে মানববন্ধন করেন তারা। পরে তারা হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে মনিটর করেন। এ সময় চিকিৎসাসেবাসহ হাসপাতালে কিছু অনিয়ম দেখতে পান শিক্ষার্থীরা। হাসপাতালের চিকিৎসক অনিয়মের বিষয়টি দ্রুত সমাধান করা হবে বললে তারা সেখান থেকে চলে আসেন। শিক্ষার্থীরা বলেন, সরকারি হাসপাতালে সাধারণ মানুষকে কেন পদে পদে টাকা দিতে হবে। চিকিৎসক থাকা সত্ত্বেও কেন ইন্টার্ন ডাক্তার রোগী দেখবেন। হাসপাতালে ক্যানোলা–স্যালাইন থাকার পরও কেন বাইরে থেকে এসব আনতে হবে। রোগী মারা যাওয়ার পরও কেন হয়রানি করা হবে। আমরা চাই রোগী মারা যাওয়ার পর লাশ যেন দ্রুততম সময়ের মধ্যে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী মুন্না, ইমরান, জিহান, মনির, রিয়াদ, মাহফুজ, জেসমিন, নিশি, রোজিনা, মেঘলা, তানজিনা, আবদুল্লাহ, রাজিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।