হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. সুযত পাল। হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. রিজোয়ান রেহানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কার্ডিয়াক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবুল হোসেন শাহীন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. সালেহউদ্দিন সিদ্দিকী, ডা. নুরুদ্দীন তারেক, ডা. নুরুদ্দীন জাহাঙ্গীর, ডা. এমরান হোসেন, ডা. আনিসুল আউয়াল, ডা. খোরশেদ আলম, ডা. কফিল উদ্দিন, ডা. সাগর চৌধুরী, ডা. বিধান চৌধুরী, রেজিস্ট্রার ডা. লক্ষ্মীপদ দাশ, সহকারী রেজিস্ট্রার ডা. রাজীব দে, ডা. আবিদুর শাহেদীন চৌধুরী, ডা. চঞ্চল বড়ুয়া এবং ডা. উজ্জল চক্রবর্তী।