চমেক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থের অতিরিক্ত সচিব নাজমুল হক খান

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের বেশ কয়টি সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক খান। গতকাল সকালে সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরীকে সাথে নিয়ে প্রথমে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে যান। সেখানে হাসপাতালের সকল বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
সভা শেষে অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক খানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান ও চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আক্তার। এসময় চমেক উপাধ্যক্ষ প্রফেসর ডা. হাফিজুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক ডা. অংসুই প্রু মারমা, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, নিউরো সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী সাথে ছিলেন। চমেক হাসপাতাল থেকে অতিরিক্ত সচিব নাজমুল হক খান পরবর্তীতে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল পরিদর্শনে যান।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা
পরবর্তী নিবন্ধআগ্রহী মেধাবীদের শিক্ষকতা পেশায় আসতে হবে